১৪ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৬
এসবিএন ডেস্ক: মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ধর্মযাজকসহ চারজনকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আনসারুল্লাহ বাহিনী এ হুমকি দিয়েছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে সাটুরিয়া থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি করেছেন সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি সমরেন্দু সাহা লাহোর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনসহ চারজন।
জিডি সূত্রে খবর, মঙ্গলবার বিকালে সাটুরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহা লাহোরের স্থায়ী ঠিকানায় ডাকযোগে এবিটি মানিকগঞ্জ জেলা আরবি স্বাক্ষরকৃত একটি চিঠি আসে। চিঠিতে সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক সমরেন্দু সাহা লাহোর (ভারতের দালাল উল্লেখ করে), বালিয়াটী উদিচি শাখার সভাপতি আবুল হোসেনকে (ইসলামবিরোধী কর্মকাণ্ডের জন্য), বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন (আওয়ামী দালাল হিসেবে), বালিয়াটী রাম কৃষ্ণের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দকে (মুরতাদ ঘোষণা করে) বলা হয়, “তোমরা সীমা লংঘন করো না, নিশ্চই আল্লাহ সীমা লংঘনকারীদের ভালোবাসেন না। (আল কুরআন ২:১৯০) এরপর বলা হয়, তোমরা পাপিষ্ঠ প্রতারক ও নীচ প্রকৃতির। কাফিরদের মর্মান্তিক শাস্তি প্রস্তুত রেখেছি। তোমরা আমাদের পরবর্তী টার্গেট, প্রস্তুত থাক।”
এই হুমকিবার্তার কথা জানাজানি হলে সাটুরিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হুমকি পাওয়ার পর মঙ্গলবার রাতেই সাটুরিয়া পুজা উদযাপন কমিটির সভাপতি সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com