১৭ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১
বগুড়ার ধুনট উপজেলায় কালোবাজারে পাচারের চেষ্টাকালে ৩ হাজার ১৯০ কেজি সরকারি চাল বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে বুধবার সকাল ৫টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের রাস্তা থেকে জব্দ ট্রাকটি হয়।
এ সময় ট্রাক চালক শাহ আলমকে (৩৮) আটক করেছে পুলিশ। আটক শাহ আলম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের বিশা প্রামানিকের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩টার দিকে কালেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে ৬৫ বস্তা (৩১৯০ কেজি) সরকারি চাল রোহান এন্টারপ্রাইজ নামে ট্রাক (ঢাকা মেট্টো-ন ১৭-৫৫১০) বোঝাই দিয়ে পাচারের উদ্যেশে রওনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয় এক যুবক জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে। তখন থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সরকারি চাল বোঝাই ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আটক ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com