‘ধূসর রেখাবৃত্তি’

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৮

‘ধূসর রেখাবৃত্তি’

জান্নাতুল ফেরদৌস

‘ধূসর রেখাবৃত্তি’ শীর্ষক প্রদর্শনীতে আমরা প্রত্যক্ষ করি এক শিল্পীর অভ্যুদয়, যার শিল্পকর্ম বিরাজ করে বাস্তব আর কল্পনার মাঝামাঝি। মোস্তফা জামান এর কথায় বলতে হয়, ‘সোমা সুরভী জান্নাত কাজ করেন সেই পৃথিবী নিয়ে, বহুলাংশে যা দৃশ্যমান বাস্তব, প্রায়শই তবু প্রশস্ততা ও গভীরতায় অতলান্তিক দুরবগাহ এবসার্ডের জগত যেন, আবার কখনও কখনও যেন এক অপসৃয়মান দিগন্ত আমাদের যুক্তির ও বিচারবুদ্ধির বাইরে আর এক বাস্তব।’আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী সোমা সুরভী জান্নাতের ‘ধূসর রেখাবৃত্তি’ শীর্ষক একক শিল্পকর্ম প্রদর্শনীর শুভ উদ্বোধন হবে শুক্রবার, ২৩ শে মার্চ ২০১৮, সন্ধ্যা ৬টায় । প্রদর্শনীতে সুরভীর প্রায় ১০০ টি চিত্রকর্ম প্রদর্শিত হবে।

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বনামধন্য কার্টুনিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য এবং শিল্পী ও সমালোচক মোস্তফা জামান। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক জনাব ব্রুনো প্লাস অতিথিদের স্বাগত জানাবেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।

মানুষ, পশু এবং মানবনির্মিত জিনিসের চিরচেনা অবয়ব প্রতিষ্ঠিত হয়েছে যেন অপরিচিত আদলে, কারন তাদের দেখা হয়েছে কল্পনার কাঁচের ভেতর দিয়ে। কার্যত তাদেরকে প্রতীকে রূপান্তরিত করা হয়েছে, এমনভাবে যেন, তাদের প্রকৃত অর্থতাত্ত্বিক অবস্থান থেকে সরিয়ে ফেলা হয়েছে।

শিল্পী সৃষ্টি করেতে চেষ্টা করেছেন এমন এক পরিসর যেখানে দর্শকেরা এই পৃথিবী এবং তৈরীকৃত বিভিন্ন প্রতীকের মধ্যে আন্তসম্পর্কের বিষয়ে গভীরসঞ্চারী অনুভবের মধ্যে দিয়ে তাদের সার্বিক উপলব্ধি উন্নততর করে নিতে পারে।

‘ধূসর রেখাবৃত্তি’ প্রধানত একগুচ্ছ আন্তসম্পর্কিত ড্রয়িং এর সমন্বয়ে গঠিত হয়েছে, সম্মিলিতভাবে তারা ভারতের পশ্চিমবঙ্গে এক সাঁওতাল গ্রামে সোমা সুরভীর বসবাসের অভিজ্ঞতাকে রূপদান করে।
কলমের হালকা আঁচড়ের রেখাচিত্রগুলো, হাতে তৈরি কাগজে ফুটে ওঠা বিষয়বস্তু এবং প্রাকৃতিক উপাদানের উপর এক নতুনতর প্রেক্ষিতে আলোকসম্পাত করেছে। একজন নিষ্ঠাবান সাধক হিসেবে সুরভী চেষ্টা করেন তার প্রকৃতি সম্পর্কীয় অভিজ্ঞতাগুলোকে সঞ্চারিত করতে তার শৈল্পিক পরিসরে, যা তিনি নিয়ত সৃষ্টি করে চলেন।

যে সময় ও পরিসরের তিনি নিজেই ছিলেন একটি অংশ, তার প্রচেষ্টা কেন্দ্রিভূত এখন সেই সময় ও পরিসরকে জালবন্দি করার কাজে এ এক জটিল বুনন, যার ভেতর তিনি ‘পৃথিবীতে তার অস্তিত্বের’ বোধগম্যতা গড়ে তোলার সুযোগ পেয়েছিলেন। বাস্তবতার সাথে সরাসরি মিথস্ক্রিয়ার মাধ্যমে তাদের তৈরি হয়ে ওঠা। এই কর্মপ্রক্রিয়া তার নিজস্ব মূল্যবোধ সৃষ্টি করে নেয় এবং নিজেদের দাবীও তৈরি করে নেয় যখন তিনি, বহির্জগতের অন্যথা মরিয়া ও পরস্পর সম্পর্কহীন উপাদানসমূহের মাঝে এক প্রশান্তির বোধ আবিষ্কার করতে সচেষ্ট।

দর্শনীটি চলবে ৭ ই মার্চ ২০১৮ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930