নওগাঁর বিভিন্ন ঐতিহাসিক স্থান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. আইটিও নাওকি।
শুক্রবার (৬ মে) দিনব্যাপী এসব সফর করেন তিনি। শুরুতেই পরিদর্শন করেন জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পাহাড়পুর বৌদ্ধবিহার। বিহারটির ছোট ছোট স্থাপনা, বৌদ্ধভিক্ষু কক্ষ ও টেরাকোটাসহ সার্বিক ইতিহাস সম্পর্কে ধারনা নেন । এ সময় রাষ্ট্রদূতকে এসব স্থাপনা ঘুরে দেখান পাহাড়পুর বৌদ্ধ বিহার এর কাষ্টোডিয়ান ফজলুল করিম আরজু।
ও -বিকেলে জেলা শহরে গড়ে উঠা পুলিশের শপিংমল পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত। শপিংমল ঘুরে দেখান পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন জাপানের রাষ্ট্রদূত মি. আইটিও নাওকি। পাহাড়পুর বৌদ্ধ বিহারকে বিশ্বের বিশ্বয় উল্লেখ করে তিনি বলেন, এখানে দেখবার ও জানবার অনেক কিছু আছে। তাই এটি পরিদর্শনের জন্য জাপান-সহ বিশ্ববাসীকে আহ্বান জানান তিনি
রাষ্ট্রদূত বলেন, ‘বিপি শপিংমল’ বাংলাদেশের অন্যতম একটি শপিংমল। মানুষের নিরাপত্তার পাশাপাশি এমন একটি শপিংমল তৈরি করা সত্যিই অভূতপূর্ব উদ্যোগ। পুলিশকে ধন্যবাদ জানান তিনি। পুরো সফরে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের দ্বিতীয় ও তৃতীয় সেক্রেটারি উপস্থিত ছিলেন।