২২শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭
অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দীকীর এক টুইটেই বলিউডে তোলপাড় সৃষ্টি হয়েছে।
গত ১৭ জুলাই তিনি টুইটারে লেখেন, ‘আমি কালো আর দেখতেও ভাল নই। এজন্য আমি ফর্সা ও সুন্দর কাউকে জুটি হিসেবে পাবো না। সেটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ! তবে আমি কখনোই এসবে গুরুত্ব দেইনি।’
হঠাৎ তিনি কেনো ফর্সা কালো নিয়ে টু্ইট করতে গেলেন।
আসলে ঘটনার সূত্রপাত তার সাম্প্রতিক ছবি ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির কাস্টিং ডিরেক্টর সঞ্জয় চৌহানের একটি মন্তব্যে।
সঞ্জয় সম্প্রতি বলেছেন, ছবিতে নওয়াজ থাকায় তিনি কোনও ‘ফর্সা’ বা ‘হ্যান্ডসাম’ অভিনেতাকে কাস্ট করতে পারেননি।
নাম ধরে না করলেও নওয়াজের এই টুইট যে সঞ্জয়ের মন্তব্যেরই জবাব, তা স্পষ্ট অনেকের কাছেই।
বলিউডে একস্ট্রা বা জুনিয়র আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নওয়াজ। এখন তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা।
‘রইস’-এর কড়া পুলিশ অফিসার হোক বা অপ্রতিরুদ্ধ দশরথ মাঝির চরিত্র, সবেতেই দর্শক, সমালোচকদের মন জয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
নওয়াজ জানান, কোনোদিনই তিনি নিজের লুক বা ত্বকের রঙের প্রতি নজর দেননি; বরং গুরুত্ব দিয়েছেন ‘মেথডিক্যাল’ অভিনয়ে।
এর পরেই তার সংযোজন, ‘কিন্তু কোনও কাস্টিং ডিরেক্টর যদি আমার জন্য কোনও ফর্সা বা ‘হ্যান্ডসাম’ অভিনেতাকে কাস্ট করতে না পারেন, তো সেটা তার সমস্যা।’তবে ওই অভিযোগ ভিত্তিহীন জানিয়ে সঞ্জয় চৌহান বলেন, ‘আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আমি বলেছিলাম, এই ছবিতে আমার নওয়াজের মতো অভিনেতারই প্রয়োজন। আমি জানি না কোথা থেকে এই ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ কথাটা জুড়ে দেওয়া হল। এ কথা আমি বলিনি।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com