নগরীতে বর্ণমালার মিছিল

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৭

নগরীতে বর্ণমালার মিছিল

নিজস্ব প্রতিবেদক : ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করেছে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার অতিক্রম করে চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বুধবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তন থেকে ভাষা সৈনিক-রাজনীতিবীদ-সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে বের করা হয় বর্ণমালার মিছিল।

মিছিলে অংশগ্রহন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, ভাষা সৈনিক প্রফেসর আব্দুল আজিজ, সিলেট মহানগর আওয়াম লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সফিকুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম , সম্মিলিত নাট্যপরিষদের নেতৃবৃন্দ।

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। তারা সমিম্মিলিত নাট্য পরিষদের এ কর্মসূচীর অব্যাহত রাখার আহ্বান জানান।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930