এসবিএন নিউজ: নগরীর মেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে ও মেন্দিবাগ অগ্রসর যুব সংঘ’র আয়োজনে শুক্রবার ২ দিনব্যাপী ১১তম বার্ষিক ওয়াজ মাহফিলে ও মেন্দিবাগ জামে মসজিদের ইমাম ও খতীব হযরত মাওলানা ক্বারী জয়নুল আবেদীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন হযরত মাওলানা তাফাজ্জুল হক আজীজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
প্রধান অতিথি হযরত মাওলানা তাফাজ্জুল হক আজীজ বলেছেন, রাসুল (স) বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছেন। সকল প্রকার জুলুম নিপীড়নের অবসান ঘটিয়ে শান্তির রাজ কায়েম করে গেছেন।
আজকের অশান্ত পৃথিবীতে শান্তি কায়েম করতে রাসুলের আদর্শের দিকে বিশ্ববিবেককে ফিরে আসতে হবে।
তিনি শুক্রবার মেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে ২ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ানে উপরোক্ত কথাগুলো বলেন।
ওয়াজ মাহফিলে আরো বয়ান পেশ করেন- হযরত মাওলানা নূরুল আমীন আলী ফরিদী ঢাকা, হযরত মাওলানা মোখতার হুসাইন আদিয়াবাদী নরসিংদী, হযরত মাওলানা রুহুল আমিন জিহাদী নাটোর, নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা নাজমুদ্দীন কাসেমী, শাহজালাল বিজ্ঞান ও প্রযক্তি বিশ্বব্যিালয় মসজিদের ইমাম ও খতীব হযরত মাওলানা মতিউর রহমান, হযরত মাওলানা নূর উদ্দীন, দয়ামীর, খুলিয়াটুলা শেখ নাসির আলী (রাহ.) জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জাফর আহমদ সিরাজী, মিরাবাজার আগপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মামুন, সোনাপুর মহিলা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা ক্বারী আব্দুর রহিম সাহেব কদমরসূলী প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com