ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


নজরুলের জীবনদর্শন ও লেখনী বিষয়ক সেমিনার

redtimes.com,bd
প্রকাশিত মে ২৫, ২০২২, ০৫:৫০ অপরাহ্ণ
নজরুলের জীবনদর্শন ও লেখনী বিষয়ক সেমিনার

আমিনুল ইসলাম
বিদ্রোহী কবি, মানবতার কবি, সাম্যের কবি, সাম্প্রদায়িক সম্প্রীতির কবি, সাধারণ মানুষের কবি, সকল বাঙালির কবি, সকল অবাঙালির কবি, সকল মানুষের কবি এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ ২৫ মে ২০২২, ১১ই জ্যৈষ্ঠ ১৪২৯ সকাল ১১টায় আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আয়োজন করেছিল সেমিনারের। সেমিনারের বিষয় ছিল: ‘ জাতীয় কবির জীবনদর্শন ও লেখনী’। সেমিনারে সভাপতিত্ব করেন উক্ত অধিদপ্তরের মহাপরিচালক জনাব ফরিদ আহমদ ভূঁইয়া। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কবি-নজরুলকর্মী ও বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট এর মহাপরিচালক আমিনুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদগ্ধ সাহিত্যকর্মী ও প্রাক্তন যুগ্মসচিব জনাব সুজায়েত উল্যা, বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অব কপিরাইটস জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি। আলোচানার শুরুতে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক এসএম আরশাদ ইমাম স্বাগত বক্তব্য প্রদান করেন। নজরুলের ‘ বিদ্রোহী ‘ কবিতাটি আবৃত্তি করে শোনান অধিদপ্তরের হস্তলিপি সহকারী জনাব মুজাহিদুল ইসলাম। তারও আগে কাজী নজরুল ইসলাম অভিনীত ” ধ্রুব” ছবির অংশবিশেষ প্রদর্শন করা হয়।
মূল প্রবন্ধে নজরুলের জীবনদর্শনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং প্রমাণক হিসেবে নজরুলের যাপিত জীবন, কবিতা, প্রবন্ধ, অভিভাষণ, সংগীত, সংবাদপত্রের সম্পাদকীয় এবং বিখ্যাত ব্যক্তিদের অভিমত তুলে ধরা হয়। পঠিত প্রবন্ধটি দীর্ঘ কিছুটা প্রকৃতির এবং তা ” নজরুলের সংক্ষিপ্ত জীবনী”, ” সাহিত্য-সংগীত: সৃষ্টি ও স্বীকৃতি “, ” নজরুলের জীবনদর্শন ও শিল্পচেতনা : নজিরবিহীন এক অনন্য সংশ্লেষ “,”জ্ঞানভিত্তিক জীবন ও সমাজ বিনির্মাণের কবি”, ” আলোকিত ও প্রগতিশীল জীবনদর্শনের কবি”, ” গণমুখী ও জীবনমুখী জীবনদর্শনের কবি”, ” সত্যসুন্দরের পক্ষে আপসহীন সংগ্রামী জীবনদর্শনের কবি”, ” সাম্যবাদী ও সম্প্রীতিমূলক জীবনদর্শনের কবি”, “বিশ্বমানবীয় জীবনদর্শনের কবি”, ” স্বাধীন জীবনদর্শনের কবি ও মানুষ “, ” ব্যক্তির আত্মশক্তির অপরিমেয়তায় বিশ্বাসী এবং তার উদ্বোধনের অগ্রদূত কবি”, ” অনন্য সৌন্দর্যচেতনাভিত্তিক জীবনদর্শনের কবি” এবং ” জীবনদার্শনিক কবি ” প্রভৃতি উপ-শিরোনামে বিভক্ত ছিল।
মূল প্রবন্ধের ওপর গুরুত্বপূর্ণ পরিপূরক ও সম্পূরক আলোচনা করেন আলোচকগণ। সভাপতি ফরিদ আহমদ ভূঁইয়ার বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষিত হয়। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক এবং রেজিস্ট্রার অব কপিরাইটস এর হাতে নিজের লেখা ‘ নজরুল সংগীত : বাণীর বৈভব ‘ বইটির একটি করে কপি তুলেন প্রবন্ধ-পাঠক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানটি উপভোগ্য রূপে সঞ্চালনা করেন অধিদপ্তরের সিনিয়র টেকনিক্যাল এসিস্ট্যান্ট জনাব খুজিস্তা রুবাইয়াত এবং সফল সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আর্কাইভস ও গণগ্রন্থ অধিদপ্তরের উপপরিচালক জনাব তাহমিনা আক্তার।
জাতীয় কবির জন্মজয়ন্তীতে এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজন করার জন্য আরকাইভন ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক এবং তার সহকর্মীগণ সাধুবাদ পাওয়ার যোগ্য।
জয়তু নজরুল!

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031