১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৫
এসবিএন ডেস্ক:
আইটেম গানে কাজ করে বেশ আলোচনায় এসেছেন নায়লা নাঈম। এবার আবারো তাকে দেখা যাবে নতুন একটি আইটেম গানে। আর সেখানে তার জুটি হচ্ছেন অভিনেতা নিরব।
সম্প্রতি ‘টার্গেট-দেয়ার ইজ নো ক্লু’ ছবির গানে আইটেম গার্ল হিসেবে কাজ করেছেন নায়লা। তবে এবারের নাচের অভিজ্ঞতা একটু আলাদাভাবে দেখছে তিনি। তার ভাষ্যে, এর আগে সব গানে নাচের বিষয়টি পশ্চিমা ধাঁচের ছিল। কিন্তু এই আইটেমে দর্শকরা আমাকে একেবারেই ভিন্ন রূপে পাবেন।
অন্যদিকে নিরব বলেছেন, ছবিতে আইটেম গান ও আইটেম গার্লের সাথে নাচে অংশ নেয়ার বিষয়টা আমার জন্য একেবারেই প্রথম। অনেক সময় কোনো কারণ ছাড়াই ছবিতে আইটেম গান রাখা হয়। কিন্তু এই গানটির মধ্যে ছবির গল্পের একটি অংশ ফুটে উঠেছে।
গত সপ্তাহে কক্সবাজারের একটি রিসোর্ট ভাড়া করে গানটি ধারণ করা হয়েছে। আইটেম গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন আর কণ্ঠ দিয়েছেন লেমিস
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766