মেহনাজ মুস্তারিন
শীত আসার আগে পাতা ঝরা গাছ
নিরবে অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, মরা
পাতাগুলো নতুন শ্বাসে জেগে ওঠে, নতুন রূপে
লক লকে! ভেজা ভেজা! সবুজ সবুজ!
শিকড় থেকে প্রাণের সঞ্চার নিয়ে
ডালপালা জেগে উঠে
নতুন রূপে, ফুলে ফুলে ভরে যায়
গাছ লতাপাতা গুল্মো !
ফিরে আসে কোকিলের ডাক
ফিরে আসে ঝিঁঝিপোকা, ভেজা কাক
ঝাপটা দেয় শুকনো ডালে, পাতার আড়ালে!
ঝরা পাতার মতো
ম’রে যেতে যেতে আবারও বেঁচে ওঠে
বসন্তে! শীতে নদী ম’রে যায়,
পিপিলিকা ঘুমিয়ে থাকে দীর্ঘ শীত ভ’র করে!
সাপ তার খোলস ঝরিয়ে নতুন
করে বাঁচে, গিরগিটি রঙ বদলায়!
হায়!
ওদের মতো নতুন রূপে যদি পারতাম সাজতে
আমার মতো খুশি আর কে হতো! বলুন তো!
জানি তা হয় না, কোনোদিন হয় নাতো!
কেননা তারা বদলে যেতে জানে! তারাতো
নিজেদের চেনে, তারাতো আপন আয়নায় দেখে মুখ!
নতুন করে বাঁচতে শেখে! আনন্দসাগরে ভাসায় সুখ!
এই চরাচরে যদি আমিও পালটে যেতে পারতুম—
যদি পারতুম একেবারে শূন্য হ’য়ে নতুন
করে হাঁটতে! যদি পারতুম ডুবে যেতে
স্মৃতিহীন, স্বপ্নহীন অতল ঘুমের মধ্যে,
তবে প্রতি মুহূর্তে ম’রে যেতে যেতে
নতুন করে বাঁচার কথা ভাবতে হ’তো না আর!
এই বাঁচার চেষ্টায়, খুশি হবার, খুশি করার,
ভালো থাকার, ভালো লেখার, আর
ভালোবাসার অভিনয়ে মরতে হ’তো না বারবার!
৪.১১.২২
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com