তামান্না জেসমিন
এমন অনেক একতরফা চিন্তা ভাবনা, দুঃখ বেদনা, আবেগ অনুভূতির কথা আমরা মন চাইলেই তা অনায়াসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারি, তা কারো পড়াটা জরুরী এ কথা ভেবে নাও হতে পারে কারো কারো ক্ষেত্রে। বর্তমানে মানুষ বড্ড বেশী একাকী হয়ে পড়েছে, হয়ে পড়েছে আত্মকেন্দ্রিক। আর তার পেছনে হাজারটা কারন দায়ী তার একটি যেমন ভার্চুয়াল জগতে কেউ কেউ ঠাই করে নিয়ে কিছুটা আত্মতৃপ্তির মাধ্যমে বর্তমান সময় কে অতিক্রম করছে। আবার কারো একা থাকা নিয়ে অন্যের মাথা ব্যথাও হচ্ছে।
ব্যক্তিগত ভাবে আমার ইচ্ছে করে একাকী থাকতে কারণ, আমি যখন পাঁচজনের মাঝে থাকি তখন সেই পাঁচজনের বেশী আর কিছু থাকেনা, যখন পাঁচশো জনের বা হাজারো জনের মাঝে থাকি তখন ঐ সীমাবদ্ধতার মাঝেই, কিন্তু একা একা থাকতে পারলে এ গ্রহের সকল মানুষ জীবজন্তু, প্রকৃতি এমন কি সমস্ত মহা বিশ্বকে একান্ত নিজের করে নিবিড়ভাবে কাছে পেতে সহজ হয়, কিন্তু তাই বলে সমাজ সংসার কে পরিত্যাগ করছি বা করবো তা বলছিনা। বিচিত্র এ সৃষ্টির রহস্য , বিচিত্র এ মহাজগত আরো বেশী বিচিত্র, রহস্য দিয়ে ঘেরা মানুষের মন ও মনস্তত্ত্ব। যারা ভাবনার অতি গভীরে, অতলান্তে ডুবতে পারে তারা আর দশজনের মতন নয়, তাদের চিন্তা চেতনা আবেগ অনুভূতি দৃষ্টিভঙ্গি, সূক্ষ্ম অনুভূতি বোধ সহজে সবার সাথে মিলবার কথাও নয় বলে মনে হতে পারে তাদের আজব বা একাকী মানুষ। আসলে এই একা থাকা মানুষেরা ই মানুষ তথা জীবজগৎ কে ভালবেসে তার কল্যান সাধনের জন্য ভাবতে পারে। ভাবতে পারে তার পাশের মানুষের দুঃখ, বেদনা, দুর্দশা, মুক্তির কথা, ভাবতে পারে বৈশ্বিক শান্তির কথা, মহাজগতের কথা। কিছু করে দেখাবার আগে ভাবতে পারার গুরুত্ব টা অনেক বেশী!
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর শান্তিময় হোক, হোক সকলের জন্যে নিরাপদ।
সংবাদটি শেয়ার করুন