ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


নতুন বাংলাদেশ গঁড়ার লক্ষ্যে দায়িত্বশীলদের যোগ্যত্যাকে আরো বিকশিত করতে হবে- মাওলানা আব্দুল হালিম

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ণ
নতুন বাংলাদেশ গঁড়ার লক্ষ্যে দায়িত্বশীলদের যোগ্যত্যাকে আরো বিকশিত করতে হবে- মাওলানা আব্দুল হালিম
সালেহ আহমদ (স’লিপক):
বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, মুমিন খুশি হয়ে আত্মহারা হয় না। বিজয় অর্জন করলে শুকরিয়া আদায় করে মনিবের দরবারে নত হয়। নফল নামাজ, রোজা ও সাদাকা আদায় করতে হয়।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি পরিপূর্ণ আন্দোলন। শহীদদের রক্তস্নাত এ বিপ্লবী আন্দোলন ও  সংগঠনের দাওয়াত সর্বস্তরের মানুষের নিকট পৌছে দিতে হবে। জনগণের সেবা করার বিশেষ সুযোগ এসেছে। এক্ষেত্রে নতুন বাংলাদেশ গঁড়ার লক্ষ্যে দায়িত্বশীলদের যোগ্যত্যাকে আরো বিকশিত করতে হবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় মৌলভীবাজার পৌর শহরের প্রাণকেন্দ্র সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা জামায়াতে ইসলামীর উদ্যােগে ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারী শিক্ষা শিবির অনুষ্ঠানে জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপরোক্ত কথা বলেন।
জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথির আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম।
বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ শেখ আব্দুল হক এর দারসে কোরআন পাঠের মাধ্যমে শুরু হওয়া শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ও শেরেবাংলা নগর থানা আমীর মাওঃ আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওঃ আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী মোঃ আলা উদ্দিন শাহ, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, জুড়ী উপজেলা আমীর হাফেজ নাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ জেলা সহ-সভাপতি মাওঃ আহমেদ ফারুক, ছাত্র শিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ।
শিক্ষা শিবিরে জেলার ৬৭টি প্রশাসনিক ইউনিয়ন ও ৩২টি সাংগঠনিক ইউনিয়ন সহ ৯৯টি ইউনিয়ন দায়িত্বশীল অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম বলেন , দুনিয়ার চেয়ে আখেরাতকে অগ্রাধিকার দিতে হবে। দুনিয়াবী লোভ লালসা মুক্ত হয়ে আল্লাহর দ্বীনের কাজকে অগ্রাধিকার দিতে হবে।
সভাপতির বক্তব্যে মৌলভীবাজার জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী বলেন, উন্মুক্ত পরিবেশে ইসলামী আন্দোলনের দাওয়াত প্রতিটি ইউনিয়নে পৌঁছে দিতে দায়িত্বশীলকে আরো কষ্ট সহিষ্ণু হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031