নতুন বেহুলা নাচে !

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

নতুন বেহুলা নাচে !

.

 

আসাদ মান্নান

সেই অন্ধ অলৌকিক মাতাল কবির পায়ে এসে
যখন চুম্বন দেয় দেবদূত, তখন হঠাৎ
ভূকম্পনে নড়ে ওঠে পৃথিবীর আত্মার আগুন,
তুমুল কুয়াশা নামে চৈতন্যের দগ্ধ চরাচরে
বিধ্বস্ত নগর জুড়ে কাক ডাকে মৃতের কফিনে;
চোখের পাতার ভাঁজে তরঙ্গিত দীর্ণ আমাজান
বরফ সরাতে গিয়ে সরিয়েছে আগুনের দাহ
তার বুকে বহমান জলহীন মেঘের নিঃশ্বাস।
বাতাসে কান্নার ধ্বনি, রক্তে বাজে নৈঃশব্দ্যের শিস
সন্ধ্যার শিয়রে বসে তসবি গোনে দিনের পথিক,
রাত্রির আকাশ ফুঁড়ে বের হয় পলাতক ঋতু;
কবির মুঠোয় ধরা শূন্যতার দ্রৌপদী আঁচল;
কোথাও অনেক দূরে, বহুদূরে ইন্দ্রের সভায়
নতুন বেহুলা নাচে — লখিন্দর যদি ফিরে আসে!
২.৩.২০২৩
জয়ন্তিকা এক্সপ্রেস

আসাদ মান্নান : বাংলা একাডেমি পদকে ভূষিত  কবি