২০শে জানুয়ারি ২০২১ ইং | ৬ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধিঃ অভাবের তাড়নায় গর্ভের সন্তানকে বিক্রি করতে যাওয়া সেই দম্পতির পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন।
জানা যায় যে, রোববার (১০জানুয়ারী) আলোচিত সেই মাকে সাহায্যের উদ্দেশ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসানের পক্ষ থেকে নবজাতকের মায়ের জন্য খাদ্যসামগ্রী, কম্বল এবং নবজাতকের জন্য শীতবস্ত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী আকলিমা বেগম ৮ জানুয়ারি অতিরিক্ত রক্তক্ষরণ সংক্রান্ত সমস্যা নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের গায়নি বিভাগে ভর্তি হন। এ সময় রোগীর অবস্থা দেখে চিকিৎসকরা জানান ৫ ব্যাগ রক্তের প্রয়োজন। কিন্তু নবজাতকের বাবা রহিম উদ্দিন টাকার অভাবে রক্তের ব্যবস্থা করতে না পারায় গত ৯ডিসেম্বর বিকালে সন্তান বিক্রির সিদ্ধান্ত নেন।মাত্র ৬ হাজার টাকার বিনিময়ে নিজের ১৫ দিনের সন্তানকে ঐ রাতে বিক্রি করে দেন রহিম-আকলিমা দম্পতি। এখবর পেয়ে সাংবাদিক ও পুলিশের সহায়তায় সেই সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখবর জেলার পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে এ ঘটনাটি আলোচিত হয়ে পড়ে। রেডটাইমসে খবর প্রকাশিত হয় ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766