ঢাকা ১৪ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


নবনির্বাচিত সিটি মেয়র আনোয়ারুজ্জামানকে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের অভিনন্দন

redtimes.com,bd
প্রকাশিত জুন ২৭, ২০২৩, ১২:২০ পূর্বাহ্ণ
নবনির্বাচিত সিটি মেয়র আনোয়ারুজ্জামানকে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের অভিনন্দন

কপিল দেব:

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন ও সাধারণ সম্পাদক সুহেল আহমদ এক অভিনন্দন বার্তায় বলেন, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর তাঁর নির্বাচনী ইশতেহারে ঘোষিত আমারা আশা করি আপনি শহরের উন্নতির জন্য নতুন প্রকল্প এবং নীতিমালা প্রণয়ন করবেন যা সিলেটকে একটি আধুনিক স্মার্ট এবং বিশ্বমানের শহরে রূপান্তরিত করবে।

আরোও বলেন, ‘গ্রিন-ক্লিন-স্মার্ট আমরার সিলেট’ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সরকারের সার্বিক সহযোগিতায় তিনি নগরবাসীর প্রয়োজনীয় সেবা প্রদানে সক্ষম হবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন। একই সাথে বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত মেয়রের সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করেন।

উল্লেখ” গত ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পা‌র্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম (বাবুল) পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031