৬ই মার্চ ২০২১ ইং | ২১শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৬
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বহুল প্রতীক্ষিত ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবিটি আসছে বাংলা নববর্ষ উপলক্ষে উপলক্ষে ৮ এপ্রিল সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’র সিক্যুয়েলটিতে এবারে রয়েছে ক্রিকেটের আবহ।
ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত ছবিটিতে রুম্মান রশীদ খান কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন। আর নতুন প্রেম কাহিনিতে শাকিব খান তার অভিনয় জীবনে প্রথমবারের মত ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে এবারও আছেন জয়া আহসান।
ছবিতে জয়া অভিনয় করেছেন সেরা মডেল চরিত্রে। জয়ার বিপরীতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইমন। ইমনের সঙ্গে এটিই জয়ার প্রথম ছবি। এছাড়াও মৌসুমী হামিদও এ ছবিতে প্রথমবারের মত শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।
ওমর সানি আছেন জাতীয় দলের কোচের চরিত্রে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, বীর জাদা, গুলশান আরা, ফারদিন মাহি সহ আরো অনেকে।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবির অন্যতম বড় চমক এ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে কণ্ঠশিল্পী আসিফ আকবর, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সংবাদ ব্যক্তিত্ব জ.ই.মামুনকে।
কবির বকুলের লেখা ৬টি গানের ৫টির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গেয়েছেন কুমার বিশ্বজিৎ, চন্দন সিনহা, আসিফ আকবর, কণা, তাসিফ, খেয়া, সায়মন।
দক্ষিণ ভারতের ছবি বাহুবালী’র নৃত্য পরিচালক শঙ্করাইয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবির নৃত্য পরিচালনা করেছেন।
এবার বাংলাদেশের মনোরম লোকেশনে শুটিংয়ের পাশাপাশি ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে ভারতের হায়দরাবাদের রামুজী ফিল্ম স্টুডিওতে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766