রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার কুলাউড়া ও রাজনগর থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম।
রবিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে প্রথমে তিনি রাজনগর থানা এবং এরপর কুলাউড়া থানা পরিদর্শন করেন।
নবাগত পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার-ফোর্সের সাথে পরিচিত হন এবং সবার সাথে মতবিনিময় করেন। তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন