নবিগঞ্জ উপজেলার মাধবপুর ও গালিমপুর গ্রামের বন্যা দুর্গতদের নগদ টাকা বিতরণ করলেন অত্র গ্রামের লন্ডন প্রবাসীরা।

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৭

নবিগঞ্জ উপজেলার মাধবপুর ও গালিমপুর গ্রামের বন্যা দুর্গতদের নগদ টাকা বিতরণ করলেন অত্র গ্রামের লন্ডন প্রবাসীরা।

মাছূম আহমেদঃ মাধবপুর ও গালিমপুর গ্রামের বন্যা দুর্গতদের নগদ টাকা বিতরণ করলেন অত্র গ্রামের লন্ডন প্রবাসীরা। অদ্য ১১/০৭/২০১৭ ইং রোজ মঙ্গলবার মাধবপুর ও গালিমপুর মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উক্ত ত্রাণ বিতরণ করা হয়। উভয় গ্রামের মুসলিম ও হিন্দু সমপ্রদায়ের ৩০৫  টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তিত্ব ও সাবেক ৪নং দীঘলবাক ইউ/পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আব্দুন্নুর আহমদ।

19956647_1445285785557782_7238029264876250290_o

আলোচনা করেন জনাব লাল মিয়া তালুকদার সাহেব, গোলাম মর্তুজা, জিলু মিয়া মেম্বার। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব খলিলুর রহমান।ত্রাণ বিতরণে সহযোগীতা করেন আবু তাহের, আব্দুল হাকিম, হারুন মিয়া সহ আর ও অনকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930