৮ই মার্চ ২০২১ ইং | ২৩শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে নির্বাচনী আচরন বিধি নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।
কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌরসভা নির্বাচন নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় যে, সোমবার ৪ ডিসেম্বর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘হবিগঞ্জ জেলা একটি শান্তিপূর্ণ জায়গা। সকলের সার্বিক সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্টু নির্বাচন উপহার দিতে পারব। সকল প্রার্থী নির্বাচনী সকল বিধি-বিধান মেনে চলবেন এবং নির্বচনী কাজে নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করবেন।নবীগঞ্জ পৌরসভায় কোন ঝুঁকিপূর্ণ সেন্টার নেই। তবে সকল সেন্টারকেই গুরুত্বসহকারে দেখা হবে। সভায় বিশেষ অতিথি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল হক, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার।প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সংরক্ষিত আসনের প্রার্থী জাকিয়া আকতার লাকি, কাউন্সিলর প্রার্থী ওহি দেওয়ান চৌধুরী, নানু মিয়া, যুবরাজ গোপ, এটিএম রুবেল, রুহেল আহমেদ, সুন্দর আলী, প্রাণেশ দেব, জায়েদ চৌধুরী, ফজলুল করিম, মইনুল ইসলাম চৌধুরী প্রমূখ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766