১৬ই জানুয়ারি ২০২১ ইং | ২রা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬
এসবিএন নিউজ: নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের আজীবন সদস্য বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী বলেছেন, বিভিন্ন কার্যক্রমে সহযোদ্ধা হিসেবে আমি আপনাদের পাশে থেকে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করি। নবীগঞ্জের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ, আমরা একে অন্যের সাথে পরিচিত হয়েছি এটাই আমাদের মুল সম্পদ।
৫ ফ্রেব্রুুয়ারী শুক্রবার রাতে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত নগরীর নাইয়রপুলস্থ ফরচুন গার্ডেন হোটেলের হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট ও সিলেট কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজলের পরিচালনায় সমিতির সভাপতি অধ্যাপক হেলিম উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাহিত্যিক ও যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি বাদশা মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মাষ্টার ফাউন্ডেশনের সভাপতি ডা. খায়রুল ইসলাম হেলাল, বিশিষ্ট সমাজসেবী মুহিবুর রহমান হারুন, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মোজাক্কির হোসাইন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হ্রদরোগ বিশেষজ্ঞ ডা. হাবিব উল্লা সেলিম, সিলেট চেম্বারের পরিচালক মুকির হোসেন চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির যুগ্ম-সম্পাদক মো. আব্দুল করিম দলা মিয়া, ফিরুজুল ইসলাম বারী, হাফিজ শফিউল ইসলাম চৌধুরী, সৈয়দ মতিউর রহমান পিয়ারা, মনসুর ঘোরী, নাসির উদ্দিন আহমদ, এডভোকেট জোস্না ইসলাম, পানসী রেষ্টুরেন্টের অন্যতম কর্ণধার আবু বকর সিতু, এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, সৈয়দ লিয়াকত আলী, মো. বয়েত উল্লাহ, মাহমুদ হাসান, আমিনুজ্জামান জোয়াহির, মো. আবু ইউসুফ, বীরেন্দ্র কুমার পাল ও নিখিল সুত্রধর, বাবুল আহমদ।
আরো উপস্থিত ছিলেন ডা. রিসনা খানম, ডা. ইলহাম সারওয়ার ইলা, ডা. মো. কামাল খাঁন, ডা. আজাদ আলী সুমন, এবাদুর রহমান, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, সালেহ আহমদ, রুহেল আহমদ চৌধরিী প্রমুখ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766