২৮শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮
নবীগঞ্জ পৌরসভার মেয়র ও নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে প্রত্যেককে। স্বপ্ন না দেখলে জীবনে সফল হওয়া যায় না। তাই সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতে হবে।’ তিনি বলেন, ‘আমরা ঘুমে যে স্বপ্ন দেখি তা প্রকৃত স্বপ্ন নয়। আমাদের জেনে বুঝে ভবিষ্যতের জন্য অত্যন্ত সচেতনভাবে বাস্তবতার নিরিখে স্বপ্ন দেখে দেখে অগ্রসর হতে হবে।’ তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনারা মনে রাখবেন লেখাপড়া করা আপনাদের মৌলিক ও নাগরিক অধিকার। তাই আপনাদের সঠিকভাবে লেখাপড়া করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ মানুষের ইচ্ছেশক্তি মানুষকে সামনেরদিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমাদের প্রথমে নিজের ইচ্ছে শক্তিকে জাগিয়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘চলতি মাসের শেষের দিকে আমরা স্কুলের নতুন ভবনে যেতে পারবো বলে আশা রাখি। তিনি এই স্কুলকে প্রতিষ্ঠিত করতে পৌরপরিষদ, এলাকাবাসী, স্কুলের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও তাদের অভিভাবক -সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘গত বছর শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান শুরু হয়েছিল। এ বছর ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হলো। সকলের সহযোগিতা থাকলে আমরা আমাদের এই পৌর স্কুলকে কয়েক বছরের মধ্যেই পৌর আইডিয়াল স্কুল এন্ড কলেজে রূপান্তরিত করতে পারবো, ইনশাআল্লাহ।’ তিনি আজ নবীগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রাধীন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুল কর্তৃক ‘বই বিতরণী উৎসব-২০১৮’ এর শুভ উদ্বোধন করে উপরোক্ত কথাগুলো বলেন। পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে এবং পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা ও নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের সদস্য সচিব শেখ মো. জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ প্রমুখ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সৈয়দ জাহির আলী, সুদিন দাশ প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, পৌরসভার টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, জুয়েল চৌধুরী, অত্র বিদ্যালয়ের শিক্ষক রতন চন্দ্র রায়, মুক্তা রায়, তাছলিমা বেগম, শিল্পী মাহিষ্য দাস-সহ শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ অতিথিবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com