৩১শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
নরসিংদীতে পৃথক স্থানে চলন্ত ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩
নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে পৃথক স্থানে চলন্ত ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলার কড়ইতলা রেলক্রসিং এলাকায় একজন এবং দুপুরে শ্রীনিধি রেলওয়ে স্টেশন আউটার এলাকায় আরোও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে কাশেম মিয়া (৬৫)। চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের সুচেন্দ্র বিশ্বাসের ছেলে কর্ণ বিশ্বাস (৬২)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফারির ইনচার্জ বলেন, আজ কড়ইতলা ও শ্রীনিধি আউটার এলাকায় দুইজন ট্রেনে কাটা পড়ে। মরদেহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।