নরসিংদীতে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ৫:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৫

নরসিংদীতে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

এসবিএন ডেস্ক:
নরসিংদীর রায়পুরায় আন্তঃনগর ট্রেন এগারোসিন্দুরের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ সকাল সোয়া ৯টার দিকে খানাবাড়ি স্টেশনের কাছে এগারোসিন্দুরের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে ভৈরব রেলস্টেশনের কর্মকর্তারা জানান। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণও জানাতে পারেননি রেল কর্মকর্তারা।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930