নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে ভোক্তা অধিকার সংরক্ষনের বিশেষ অভিযানে জেলার মনোহরদী উপজেলায় নানারকম অনিয়মের কারনে ৫ মুরগীর দোকানীকে জরিমানা করেছে। তারা সকলেই ভোক্তার কাছে খুচরা দামে মুরগী বিক্রি থাকে।
সোমবার (৬ মার্চ) মনোহরদী ও চালাকচর বাজারের বিভিন্ন , নরসিংদী অফিস ব্রয়লার মুরগীর দোকানসমূহে ভোক্তা অধিকার সংরক্ষন এর কর্মকর্তাগন একটি অভিযান পরিচালনা করে।
এসময় দৃশ্যমানস্থানে মূল্য তালিকা না থাকাসহ নানা অনিয়মের কারনে মনোহরদী বাজারের সাগর ব্রয়লার, নূর পোল্ট্রি ও চালাকচর বাজারের হাসান কিচেন, আলী হোসেন পোল্ট্রি ও হোসেন পোল্ট্রিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী ভোক্তার অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,”নরসিংদীতে ভোক্তা অধিকার সংরক্ষণে তাদের অভিযান নিয়মিত অব্যহত থাকবে”। এ সময় তাঁর সাথে আরও ছিলেন মনোহরদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ।