নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সূর্য আইডিয়াল স্কুল,কাশাদহ শাখায় আয়োজনে শনিবার, ১৮ ই জুন ২০২২ খ্রি. সকালে স্কুলের কনফারেন্স কক্ষে সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ গোলাম মোস্তফা গোলাম এর সভাপতিত্বে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সূর্য আইডিয়াল স্কুল এন্ড কোচিং সেন্টার এর কোচিং শাখার পরিচালক ও বিশিষ্ট মিডিয়াকর্মী মোহাম্মদ কাজী মোস্তফা রুমির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: বুলবুল আহাম্মেদ (ছোট দুলাল)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য বদর উদ্দিন, নাগরপুর উপজেলা জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ আবুল বাশার, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আতাউর রহমান।
সূর্য আইডিয়াল স্কুল এর ধর্মবিষয়ক শিক্ষক মাওলানা মোঃ সানোয়ার হোসেন এর পরিচালনায় উপস্থিত প্রধান অতিথি, সভাপতি, সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিভাবক-অভিভাবিকা মন্ডলীদেরকে সাথে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে সম্মানিত সভাপতি ও সূর্য শিক্ষা পরিবার এর সুযোগ্য চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন
সংবাদটি শেয়ার করুন