নাগরপুরে এসএসসি ৯৩ ব্যাচের ৩০ বছরপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৭ জানুয়ারি ২০২৩)সারাদিন ব্যাপি নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এসএসসি ৯৩ ব্যাচ নাগরপুর এর সভাপতি মো. সোলায়মান কবির এর সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক মো. রিপন শিকদার এর পরিচালনায়
৩০ বছরপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নাগরপুর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, দেলদুয়ার থানার ওসি মো. নাছির হোসেনসহ এসএসসি ৯৩ ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দ।