নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা ও নাগরপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদল নাগরপুর উপজেলা আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে শুক্রবার ১৭ই জুন ২০২২; সকালে নাগরপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রদল নাগরপুর উপজেলা সদস্য সচিব শহিদুর রহমান মনির এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ হোসেন রানা, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো: রফিজ উদ্দিন,উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তোফায়েল আহম্মেদ বাছেদ, শরিফ উদ্দিন আরজু, সোহরাব আলি মুন্সি, মোঃ গোলাম মোস্তফা গোলাম,নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফনির হোসেন ভূঁইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম নজরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: শাহজাহান সাজু, সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটি।আরও উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এড. গৌতম চক্রবর্তীর ভ্রাতা বাবু প্রভাষ চক্রবর্তী, ছাত্রদল নাগরপুর সরকারি কলেজ আহবায়ক আশরাফুল ইসলাম ইসলাম, সদস্য সচিব মনির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করার জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দেশ ও জাতির কল্যান কামনায় মাওলানা মোঃ ইলিয়াস হোসেন এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিশেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতি, ছাত্রদল নাগরপুর উপজেলা আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির উপস্থিত সকল নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
সংবাদটি শেয়ার করুন