
ডা.এম.এ.মান্নাননাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ
জাতীয় সাংবাদিক সংস্থা ১৭ সদস্য বিশিষ্ট নাগরপুর ইউনিটের নির্বাহী কমিটি (২০২৩-২০২৪) অনুমোদন দেন টাঙ্গাইল জেলা ইউনিট।
এতে সভাপতি পদে এস এম আনোয়ার, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবু, সিনিয়র সহ সভাপতি মোঃ আল মামুন রাজু, সহ সভাপতি কামরুল ইসলাম কোহিনূর, সিনিয়র যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম রাশেদ, যুগ্ম সম্পাদক কাজী মোস্তফা রুমি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক বাবু, কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিফাত হোসেন, সম্মানিত সদস্য হিসেবে আছেন ডা. এম এ মান্নান(দৈনিক সংগ্রাম,সাপ্তাহিক চলনবিলের আলো), গোপাল সরকার, রাকিবুল হাসান, এস টি সানি ও মোঃ আজাদ মিয়া।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি মাছুদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক অলক কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক সুলতান কবির এর যৌথ স্বাক্ষরে ১ বছর মেয়াদী এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় সুশীল সমাজ বলছে, এতে দীর্ঘ দিনের সংগঠন ছাড়া প্রকৃত সাংবাদিকদের আশ্রয়স্থল হিসেবে আবির্ভাব হয়েছে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা।
নবনির্বাচিত সভাপতি এস এম আনোয়ার বলেন, সাংবাদিকতার সঠিক চর্চা ও বিকাশ করতেই আমাদের এই সংগঠন। আমরা নাগরপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে চাই।
একই সাথে সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু জানায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিক হিসেবে আমরা অগ্রণী ভূমিকা পালন করবো। আমাদের এই সংগঠন নাগরপুরে সুষ্ঠ ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা পালন করবে।