
ডা.এম.এ.মান্নান নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি:
সদ্য প্রকাশিত এসএসসি-(২০২২) পরীক্ষার ফলাফলে নাগরপুর ঘিওরকোল গ্রামের দিনমজুর মো. সন্তোষ তালুকদারের ৪র্থ সন্তান ছানোয়ার হোসেন তালুকদার ৪.৮৯ পেয়েছে। ছানোয়ার সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ এর কারিগরি শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
মো. ছানোয়ারের কাঙ্খিত ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। সেই সাথে বিদ্যালয়ের শ্রেনী শিক্ষকসহ সকল শিক্ষক মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছানোয়ারের পারিবারিক অবস্থা শোচনীয় হওয়ায় উচ্চতর শিক্ষা গ্রহনে কিছুটা বাধা রয়েছে। তবে উচ্চ শিক্ষায় আগ্রহী ছানোয়ার সকলের দোয়া প্রার্থী। তার মা, বাবা দিনমজুর। বাবা মো. সন্তোষ আলি তালুকদার সংসারের টানা পূরণে সম্পদ, সহায় সম্বল হিন হয়ে দিনমজুর জীবনযাপন করছেন। তার বড় ভাই কাঠমিস্ত্রি, মেজ ভাই বাক প্রতিবন্ধী(বোবা) হয়েও কাঠমিস্ত্রির কাজ করে।