প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ৭:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ
নাগরপুরে মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি
এম.এ.মান্নান,নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চৌধুরী ডাংগা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দুখী রাম দাস (৮৫) বুধবার (১০ জুলাই) সকালে মৃত্যু বরণ করেছেন। (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।
পরবর্তীতে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে এলাকার শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। মৃত দেহের সৎকার পূর্বে কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ এবং সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক।
এছাড়াও তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ-সভাপতি সাংবাদিক আজিজুল হক বাবু সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়-স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com