নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
টাংগাইলের নাগরপুরে সবার জন্য শিক্ষা এই শ্লোগানকে সামনে রেখে সেবামূলক ও শিক্ষামৃলক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের আয়োজনে উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নাগরপুরে মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,মেধা বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট)বেলা ১.১০ মিনিটে নাগরপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে মেধা যাচাই উপ কমিটি-২০২৪ এর আহবায়ক ও সহকারি প্রধান শিক্ষক মো.মোন্নাফ মিয়ার সভাপতিত্বে ও স্কুল শিক্ষক মো.জহিরুল ইসলাম এর পরিচালনায় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,মেধা বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান বলেন,এই বৃত্তি, শিক্ষা উপকরণ ও সনদ প্রদান ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য আমার এই আয়োজন। আমরা তোমাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তোমরা মানুষের মত মানুষ হতে পার। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা।সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য ম্যানেজিং ডা.এম.এ.মান্নান আরও বলেন- তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পুস্তকের লেখাপড়ায় কাঙ্খিত সাফল্য পাওয়া যাবেনা। দেশ, দেশের স্বাধীনতা, মূ্ল্যবোধ, সারা বিশ্ব সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত তোমাদের মননে থাকতে হবে। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব। কখনও পিতা-মাতার মনঃকষ্টের কারণ হবানা। কারন, তারা সর্বোচ্চ দিয়ে তোমাদের মানুষ করেছে। তাদের ত্যাগ, তাদের পরিশ্রমকে কখনো অবমূল্যায়ন করবেনা।তিনি আরও বলেন,মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। যারা মাদকাসক্ত হয় তাদের অধিকাংশই তাদের বন্ধু-বান্ধব দ্বারা প্রভাবিত হয়ে হয়। তাই বন্ধু-বান্ধব নির্বাচন করার আগে সতর্ক থাকতে হবে।
সংবাদটি শেয়ার করুন