নাগরপুর ( টাংগাইল) প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাউটারসহ ইন্টারনেট ডিভাইস বিতরণ করা হয়েছে।
শনিবার(২৮ মে), উপজেলা অডিটোরিয়ামে নাগরপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ ( নাগরপুর-দেলদুয়ার)আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরহাদ আলীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি,গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন