ডা.এম.এ.মান্নান, নাগরপুর(টাংগাইল) প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মকবুল হোসেনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৪মে), বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নাগরপুর উপজেলা শাখা বিকেল ৫ টায় স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু মহোদয়ের ব্যক্তিগত কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে। নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় এ দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু,জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম দুলাল,নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহজাহান মিয়া,উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ শাহালম মিয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজীব মিয়া প্রমুখ।
উল্লেখ্য হাজী মকবুল হোসেন ২০২০ সালের ২৪ মে রাত ৯টা ১০মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে ঢাকার ধানমন্ডি-মোহাম্মদপুর (তৎকালীন ঢাকা-৯) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন।