৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরের সেবামূলক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মুকুতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র, আইয়ুব আলী সুপার মার্কেট নাগরপুর বাজার প্রধান কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ মেডিকেল ক্যাম্পেইনে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নানের সভাপতিত্বে
মেডিকেল ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ডা.ছিদ্দিক মিয়া।
চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার ডা.মো.কাউছার খাঁন, ডা.জহিরুল ইসলাম, ডা.হাসিনা,ডা.খাদিজা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, হাফেজ মো.মাসুম বিল্লাহ, নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টার এর কো চেয়ারম্যান মোছা. তাসলিমা আক্তার মুন্নীসহ সহ অত্র এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এ মেডিকেল ক্যাম্পে ৫০ এর অধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও মাস্ক বিতরণ করা হয়।