(একজন কবি ও বাচিক শিল্পী নাজনীন তৌহিদ । গতকাল ৬ জুলাই ছিল তার জন্মদিন । সারাদিন প্রিয়জনের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি । রেডটাইমসের পাঠকদের জন্য রচনা করেছেন এই টাটকা কবিতা । কবিকে শুভেচ্ছা জানাই রেডটাইমসের পক্ষ থেকে । )
আর জনমে আমি তোমার প্রেমে পড়বো
সত্যি বলছি প্রেমে পড়বো
দেখে নিও।
এই শহরটা থাকে যদি আগের মতো
বৃষ্টি ভেজা সন্ধ্যা নামে যদি
খুব ঘন হয়ে বসে পাশাপাশি
বৃষ্টি ভেজা এই তুমিটার গন্ধ নেবো।
হুট খোলা রিকশায় দাপিয়ে বেড়াবো শহরটায়
কিংবা কোনো মন খারাপের দিনে
দাড়িয়ে থাকো যদি বারান্দায়
হঠাৎ ঝুম বৃষ্টি হয়ে জানালার কার্নিশ বেয়ে গড়িয়ে যাবো
তোমার চিবুক ছুঁয়ে চুয়ে চুয়ে ক্রমাগত বুকের গহীনে।
অথবা এক মিষ্টি রোদের ঝিলিক খেলে যাবো তোমার তিলক মাখা ঠোঁটের কোনে।
শিমুলের ডালে বসা হলুদ শালিক হব একদিন।
ঘুম পাড়ানি ঘুঘু হবো মধ্য দুপুরের
সবুজ বনের টিয়ে হবো
খাঁচায় পোষা ময়না কিংবা মুনিয়া
অথবা পায়রা হয়ে ঘুরে বেড়াব তোমার চারপাশ।
একটি বৃষ্টি ভেজা চাঁদের জ্যোৎস্না হবো তোমাকে
ভালোবাসবার
শরতের আকাশ হবো ।
তুমি চাইলে পলাশ শিমুল জারুল বনে রঙ ছিটাবো শুধুই ভালোবাসার।
আমি তোমার প্রেমে পড়বো
সকাল বিকাল সন্ধ্যা রাত
শীত বসন্ত বর্ষা হেমন্ত
বছর মাস দিন রাত।
আমি তোমার প্রেম হবো অনন্তকালের
সত্যি বলছি আমি তোমার প্রেম হবো অনন্ত চাওয়ার
দেখে নিও।
৬/৬ /২০২৪
ঢাকা, মিরপুর।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com