২৯শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৫
এসবিএন ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭ বছরের এক শিশুকে শনিবার রাতে ধর্ষণের চেষ্টা করেছে ৬২ বছরের এক ব্যক্তি। পরে রোববার বিকেলে ওই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার কাঞ্চন পৌর এলাকায়।
শিশুটির পরিবারের বরাত দিয়ে কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তসলিম উদ্দিন জানান, শনিবার রাতে কাঞ্চন বাজারের নৈশপ্রহরী শহর আলী ও তার স্ত্রী কাজের জন্য রাতে বাড়ি থেকে বের হয়ে যায়। সে সুযোগে শহর আলীর ৭ বছরের শিশুকে একই এলাকার আলিফ নুর (৬২) ফুসলিয়ে তার ভাড়াবাড়িতে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে শিশুকে ঘরের ভিতরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় সে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আলিফ পালিয়ে যায়। পরে লোকজন শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়।
এদিকে, রোববার সকালে শিশুটির বাবা-মা ঘটনার বিষয়টি এলাকাবাসীকে জানায়। বিক্ষুদ্ধ এলাকাবাসী বহু খোঁজাখুঁজি করে বিকেল ৩টার দিকে আলিফকে আটক করে গণধোলাই দিয়ে গাছে বেধে রাখে। পরে তাকে পুলিশের কাছে সোর্পদ করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
Sumon Suddha
Contact: 01710010218
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com