জেসমিন চৌধুরী
অনেকে নাকি বলছেন তারানা হালিম নিজের প্রচারের জন্যই পূর্ণিমাকে নিজের ব্যক্তিগত অফিসারের পদে নিয়োগ দিয়েছেন। এই বিষয়ে আমার মতামত দেবার আগে একটা গল্প বলি।
বহুবছর আগে যখন লন্ডন থাকতাম, মর্নিং ওয়াকের অভ্যাস ছিল। বাসার পাশেই বিশাল খোলা পার্ক, পেছনে বন-জংগল আর পাহাড়। খুব ভোরে উঠে হাঁটতে যেতাম প্রতিদিন। এক শনিবারের রোদ ঝলমল সকালে পার্কে হাঁটছি, হঠাত লক্ষ করলাম কয়েকজন বৃদ্ধ ময়লা কুড়োচ্ছেন। এক হাতে ময়লার ব্যাগ, অন্য হাতে চিমটা দিয়ে ময়লা কুড়িয়ে ব্যাগে তুলে জমাচ্ছেন।
খুব লজ্জা হলো। আমি নিজের শক্ত সমর্থ জোয়ান শরীরকে আরো তাগড়া বানানোর জন্য হাঁটছি, আর এক পা কবরে রাখা একদল বৃদ্ধ আমার জন্য এই পার্কের পরিবেশকে আরো সুন্দর করবার জন্য সকালের আরাম বিসর্জন দিয়ে কাজ করছেন।
একদৃষ্টে তাকিয়ে তাদের কর্মব্যস্ততা দেখছি, এগিয়ে গিয়ে অংশ নিতে চাওয়াটা বেমানান হবে কী না ভাবছি, এমন সময় একজন বৃদ্ধ আমাকে হ্যালো বললেন।
জিজ্ঞেস করলেন, 'তুমি কি এই এলাকায় থাকো?'
'হ্যাঁ'
'তাহলে আজ তোমার সুবর্ণ সুযোগ। ঐ কালো টুপি মাথায় লোকটা তোমার এলাকার এম পি। কোনো অভিযোগ থাকলে এই সুযোগে তাকে বলে ফেলতে পারো।'
বৃদ্ধের কথা শুনে বুঝতে পারলাম এলাকার বৃদ্ধদের নিয়ে এম পি একটা পরিবেশ উন্নয়ন প্রজেক্ট করছেন, তাদেরকে নিয়ে কাজ করছেন। আশেপাশে কোনো টিভি ক্যামেরা নেই, সাংবাদিক নেই, প্রচারের কোনো প্রচেষ্টা নেই। শ্রদ্ধাবনত মাথায় ফিরে এলাম।
বাসায় ফিরে এই বিষয়ে একটা স্ট্যাটাস লিখলাম ফেসবুকে। অনেকে মন্তব্য করলেন, এসব ভোট পাওয়ার ফন্দি। ভালো কাজের ভান ধরে বুড়াদেরকে কাবু করছে, তার ফলে এদের পরিবারের সবার ভোট হাতিয়ে নেয়া যাবে।
এম পি'র ভালো কাজ দেখে যতটা বিস্মিত হয়েছিলাম তার চেয়ে বেশি বিস্মিত হলাম আমার দেশের মানুষের প্রতিক্রিয়া দেখে। একজন রাজনীতিবিদকে তো ভোট পাওয়ার চেষ্টা করতেই হবে। যদি ভোট পাওয়ার ফন্দি নিয়েও কেউ ভালো কাজ করে, তাতে সমস্যা কী? সে তো ভোট জালিয়াতি করছে না, বিরিয়ানির প্যাকেট আর কোকের বোতল বিতরণ করে সমর্থন পাওয়ার চেষ্টা করছে না, গুন্ডা পেলে সন্ত্রাস সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি খারাপ করে জনসমর্থন পাওয়ার চেষ্টা করছে না।
তারানা হালিম যদি নিজের প্রচারের জন্যই পূর্ণিমাকে নিয়োগ দিয়ে থাকেন, তবু কি এটাকে একটা ভালো উদ্যোগ বলা যায় না? পূর্ণিমার মত সাহসী নারীকে যদি তিনি নিজের রাজনৈতিক প্রচারের জন্য ব্যবহার করেও থাকেন, এতে নারীকে সাহসী হতেই উতসাহ দেয়া হয়। আমি তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তার এই উদ্যোগের আরো বেশি প্রচার হোক, নারীর সাহসের প্রচার হোক, নারীর দুর্বিনীত সত্ত্বার প্রচার হোক।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com