সংকোচে নয় সাহসিকতায় প্রগতির পথে নারীর যাত্রা অব্যাহত থাকার লক্ষ্যে নাট্যমঞ্চ দিনটিকে সসম্মান জানিয়ে আয়োজন করে নৃত্য উপস্হাপনের । ৮ মার্চ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সিলেটে সুরমা নদী চত্তরে অনুষ্ঠিত হয় । মুক্তাক্ষরের প্রিয়াশ্রী কর পিউ’ র কোরিয়গ্রাফের চিরকুট ব্যান্ড দলের ‘ সোনার কাঠি রুপার কাঠি ‘ গানে নাট্যমঞ্চেরর ২২ জন সদ্য অংশগ্রহণ করে ।
পিউ’র নেতৃত্বে নাট্যশিল্পীরাও মন দিয়ে নৃত্য পরিবেশন করল । নাট্যমঞ্চের আয়োজনে রজত কান্তি গুপ্তের নির্দেশনায় হাজার দর্শক নৃত্যটি উপভোগ করল ।
সংবাদটি শেয়ার করুন