ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


নার্সিং ও মিডওয়াইফারি সংস্কারের দাবীতে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়ায় মানববন্ধন 

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ণ
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কারের দাবীতে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়ায় মানববন্ধন 
আকরাম হোসাইন হিরন, কাপাসিয়া (গাজীপুর )প্রতিনিধিঃ
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কারের দাবীতে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন করছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
মানববন্ধনে কাপাসিয়া সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ শিক্ষক শিক্ষার্থী ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর  নার্স অংশ গ্রহণ করেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়া
সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নার্সিং এর হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার। এক দফা এক দাবী  ডিজিএনএম এর পদত্যাগ। এক দুই তিন চার, পরিচালক পদত্যাগ। এই মুহূর্তে  দরকার,  নাসিং সংস্কার,  এসব স্লোগানে মুখরিত হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও নার্সেস অফিসারেরা।
সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ অধ্যক্ষ সফিকুল ইসলাম বলেন, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কুটুক্তি করায় ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কাপাসিয়ার আহবানে আজকের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ অধ্যক্ষ সফিকুল ইসলাম, প্রভাষক কাওসার মাহমুদ, জাকির হোসেন, মহিউদ্দিন জোয়ারদার, রিনা পারভীন, আতিকুর রহমান, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং সুপারভাইজর জাকিয়া সুলাতানা, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাপতি সিনিয়র নার্সেস  নাজমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031