১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭
জাগে স্বপ্নের শহর
ধরণীর বুকে বিছানো রোদের সোনালী শরীর
আকাশের নির্মল নীলে যাযাবর মেঘের ভীড়
শালিক, খঞ্জনার সুখেরওড়াওড়ি, প্রাণচঞ্চল
বেওয়ারিশ বাতাসে অলিন্দে যুবতীর ওড়ায় অঞ্চল
সবুজপাতারা কেমন হেসে নৃত্যছন্দে লুটোপুটি
কৃষ্ণচূড়ার রাঙ্গারূপ বিলায় আনন্দ মুঠিমুঠি
মন্থর বিকেল কেন যে বিষন্নতার গান গায়
সময় প্রত্নতত্ত্ব হৃদয় খুঁড়ে সুচারু অতীত জাগায়
অলক্ত রাঙ্গা গোধূলী আসে মোহময়ী রূপে
লাজবতী সন্ধ্যা ডাকে গোধূলীকে চুপেচুপে
নিসর্গের সাথে চাঁদের প্রনয়ে আসে বিনিদ্র রজনী
স্মৃতিমন্থন শেষে অশ্রুজলে ভেজা জাগে অবনী
বিজন রাত কেবলি কাদায় উথলে ওঠে কষ্টপ্রহর
ভৈরবী রাগে জীবন জাগে, জাগে স্বপ্নের শহর ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766