১৭ই এপ্রিল ২০২১ ইং | ৪ঠা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭
নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যস্ততম বাস টার্মিনালে সোমবার সকালের হামলায় সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণের পর যে ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাকেই সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত করছে তারা।
‘ম্যানহাটন শহরের ৪২ নম্বর সড়কের ৮নং এভিনিউতে বিস্ফোরণের ঘটনা ঘটে।’
নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও’ নিল সাংবাদিকদের জানান, ২৭ বছর বয়সী ওই যুবকের নাম আকায়েদ উল্লাহ। তিনি বাংলাদেশি নাগরিক এবং সাত বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে এসে বসবাস শুরু করেছিলেন।
ওই যুবক ব্রুকলিনে থাকতেন বলেও পুলিশের উদ্বৃতি দিয়ে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।
সোমবার সকালের ব্যস্ত অফিসটাইমে এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে চারজন আহত হলেও কারও অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে। নিউ ইয়র্ক পুলিশের সাবেক কমিশনার বিল ব্রাটন সন্তেদহভাজন হামলাকারীকে আইস দ্বারা অনুপ্রাণিত বলে মনে করছেন।
তিনি বলেন, ‘অবশ্যই এটা সন্ত্রাসী হামলা এবং অবশ্যই পরিকল্পিত’
পুলিশের উদ্ধৃতি দিয়ে এবিসি নিউজ জানায়, ‘এটি সম্ভবত পাইপ বোম ছিলো। যা টার্মিনালের নিচে দিয়ে হাঁটার রাস্তায় বিস্ফোরিত হয়।’
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766