নিখোঁজ ইলিয়াছ আলীকে ফেরত দেওয়ার দাবীতে মৌলভীবাজারে বিএনপির আলোচনা সভা

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮

নিখোঁজ ইলিয়াছ আলীকে ফেরত দেওয়ার দাবীতে মৌলভীবাজারে বিএনপির আলোচনা সভা

মোঃ আব্দুল কাইয়ুম:
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এম ইলিয়াছ আলী-কে ফেরত দেওয়ার দাবীতে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭এপ্রিল) শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে বহুল আলোচিত বৃহত্তর সিলেটের বিএনপির এজনপ্রিয় নেতার নিঁেখাজের ৬বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে মৌলভীবাজার জেলা বিএনপি এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে জেলা বিএনপি’র সদস্য সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশ এর সভাপতিত্বে, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর পরিচায়নায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি আনকার আলী সোলেমান, জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, বক্তব্য রাখেন জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামীম জাফর, জেলা যুবদলের সাবেক সদস্য ও ইউ পি সদস্য আব্দুস সালাম, জেলা জিসাস এর সভাপতি মিলাদ হোসেন, জেলা জিয়ামঞ্চের আহবায়ক ইউ পি সদস্য মুনাহিম কবির, পৌর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান দুলাল, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সাফিন, কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল মিয়া, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রিপন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি মিজান সাবেক এমপি এম ইলিয়াছ আলী-কে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য অবিলম্বে সরকারের নিকট জোর দাবী জানান। তিনি বলেন, এইভাবে বিএনপি’র নেতৃবৃন্দকে নির্যাতন ও গুম করে সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এ সময় তিনি বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে কারাগার থেকে মুক্তি দেওয়ার উদাত্ত আহবান জানান সরকারের কাছে। আলোচনা সভা শেষে ইলিয়াস আলী-কে ফিরিয়ে দেওয়া ও দেশ নেত্রীর মুক্তির জন্য দোয়া করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031