ঢাকা ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


নিজামীর মৃত্যু পরোয়ানা কারাগারে

abdul
প্রকাশিত মার্চ ১৫, ২০১৬, ০৭:৩২ অপরাহ্ণ
নিজামীর মৃত্যু পরোয়ানা কারাগারে

এসবিএন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা ও রায়ের অনুলিপি ট্রাইবুন্যাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ট্রাইবুন্যালের ডেপুটি রেজিস্ট্রার কেশব রায় চৌধুরীর নেতৃত্বে ৪ সদস্যের একটি দল রায়ের কপি ও মৃত্যু পরোয়ানা কারাগারে নিয়ে যান।

এর আগে আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি ট্রাইবুন্যালে আনার পর ট্রাইবুন্যালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল-হকের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ রায়ের কপি ও মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন।

এ ব্যাপারে ট্রাইবুন্যালের রেজিস্ট্রার শহীদুল ইসলাম ঝিনুক বলেন, রায়ের কপি ও মৃত্যু পরোয়ানা স্বাক্ষরের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেল সুপার, ঢাকা জেলা প্রশাসক ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

জানা যায়, মতিউর রহমান নিজামী কাশিমপুর কারাগারে আছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তা কাশিমপুরে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930