২৫শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৬
এসবিএন ডেস্ক: আপীলে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। আপীলে রায় প্রকাশ হওয়ার পর গণজাগরণ মঞ্চের কর্মীরা উল্লাস প্রকাশ করে। এসময় তারা নানা শ্লোগান দেয়।
এর আগে আজ বুধবার সকাল ৮টার দিকে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগে অবস্থান নেন তারা। গানসহ নিজামীর ফাঁসির রায় বহালের দাবিতে নানা স্লোগানও দেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
মঙ্গলবার নিজামীর সর্বোচ্চ শাস্তি বহাল রাখার দাবিতে আজ সকাল ৮টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
আপীলে রায়ের প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীরা বিভিন্ন সময়ে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এসে দেশের জাতীয় পতাকা গাড়িতে ওড়ানোর মতো ধৃষ্টতা প্রদর্শন করেছে।
এটি বাংলাদেশের জন্য অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায়। যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির রায় আপীল বিভাগে বহাল এবং তা দ্রুত কার্যকর করার মাধ্যমে সেই কলঙ্ক ঘুচে যাবে বলে মনে করেন তিনি।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
Sumon Dey
Contact: 01710010218
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com