নিদাগ ঠিকানা
শেলী সেনগুপ্তা
ঘুরছি শব্দের বাগানে
ফেরা হয় না শিরোনামে,
আঁকা হয় না
কলমের পেছনের ছবিও,
বলা হয় না
জলরঙে লেখা ভুল বানানের গল্প
আজকাল শব্দরা বিলীন
নিস্তরঙ্গ তান্ত্রিক বহতায়,
তবুও
অবিচল ঘুরে বেড়াই শব্দের বাগানে
নিরন্তর শব্দহীনতায়
সকাল নয়টা এগার
সাত জুন দু’হাজার বাইশ
আপন আলয়
সংবাদটি শেয়ার করুন