ঢাকা ২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


নিরাপত্তা হুমকিতে বন্ধ ইস্তানবুলের মার্কিন দূতাবাস

abdul
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৫, ১০:২৮ পূর্বাহ্ণ
নিরাপত্তা হুমকিতে বন্ধ ইস্তানবুলের মার্কিন দূতাবাস

İSTİNYE'DE BULUNAN ABD KONSOLOSLUĞU’NA KİMLİĞİ BELİRSİZ KİŞİLERCE SİLAHLI SALDIRI DÜZENLENDİ. OLAY SONRASI GENİŞ GÜVENLİK ÖNLEMLERİ ALINDI. (SELİM BAYRAKTAR/İSTANBUL-İHA)

এসবিএন ডেস্ক:
তুরস্কের পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্র ইস্তানবুলে মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট অফিস বন্ধ ঘোষণা করেছে দায়িত্বপ্রাপ্ত বাণিজ্যদূত। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে প্রচারিত এক জরুরি বিবৃতিতে নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে বুধবার সারাদিনের জন্য ইস্তানবুলস্থ এই উপ-দূতাবাসটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এদিন অতি জরুরি বিপদাপন্নতা ছাড়া অন্য সকল সাধারণ প্রয়োজনে মার্কিন নাগরিকদের জন্যও বন্ধ থাকবে দূতাবাস। তবে আঙ্কারা দূতাবাস, আদানা ও ইজমির কনস্যুলেট অফিস সাধারণ কার্যক্রম পরিচালনা করবে।
ইস্তানবুলে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন ও নিজ নিজ নিরাপত্তা প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930