৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৯
আরাফাত শাকুর নূর
নির্বাক দৃষ্টি, বিনম্র শ্রদ্ধা অ্যাঞ্জেলিনার…।
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি। গত ৪ ফেব্রুয়ারি, ৩ দিনের সফরে বাংলাদেশে আসেন অ্যাঞ্জেলিনা জোলি।জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা দুদিন ধরে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
বঙ্গবন্ধু বাসভবনে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দৌহিত্র এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক ।
অ্যাঞ্জেলিনা ভবনটি ঘুরে দেখার সময় রেদওয়ান তাকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সর্ম্পকে জানান।
পুরো ভবন ঘুরে দেখার পর দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তিনি।আর দর্শনার্থী বইয়ে লিখে গেছেন নিজের অনুভূতির কথা – ‘এই বিশেষ বাড়িটিতে এসে আমি বেশ আবেগাপ্লুত। বাড়িটি যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে জেনে আমি কৃতজ্ঞ।’ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে শ্রদ্ধা জানান অ্যাঞ্জেলিনা জোলি।
পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুরা হোসেইন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) এম খুরশীদ আলম এবং ইউএনএইচসিআরের কর্মকর্তারা।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766