১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৮
শিশির বিন্দু বিশ্বাস
সৃষ্টির মাঝ থেকে উঠে আসা
নির্বাক সহযাত্রী, গড়িয়েছে অনেক
কালবেলা পেরিয়েছি কত না বাধা
ঋণের পরিমাণ গুনে রেখেছি…তোকে
হ্যাঁ তোকেই খুঁজেছি, পেয়ে হারিয়ে
আবার নিজের করেছি,লুকিয়ে নয়,
আড়ালে ঢাকা নয়,কানামাছি
খেলেছে প্রকৃতি আমাদের নিমিত্তে!
নিমেষ ধরতে ই উধাও হয়েছে
কাটাকাটি হয়ে গেছে দেনা পাওনা।
আজব আজো আর গুজব ছড়িয়ে
তাড়া করে ফেরে না,তাড়নায়
তাড়নার হিসেব কষে না।
নির্বাক সহযাত্রী,নিরবে নিরবতা ভাঙে
কপাল বেলার সাথী ,আজ নিরুৎসাহিত
নাকি নিরুপায় বোঝে না মতান্তরের ভারে
নুয়ে পরা ,পারা না পারার মাঝের সব।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com