নির্বাচনী প্রস্তুতিতে আওয়ামী লীগের নেতারা দেশে নামছেন

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮

নির্বাচনী প্রস্তুতিতে আওয়ামী লীগের নেতারা দেশে নামছেন

দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা আগামী ২৬ জানুয়ারি থেকে দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করবেন। সংগঠনকে ‘গতিশীল ও নির্বাচনমুখী করার প্রত্যয়ে’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের নেতৃত্বে ১৫টি টিম গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে গঠিত টিমগুলো আগামী একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, থানা পর্যায়ে সাংগঠনিক সফরে যাবেন এবং স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। টিমসমূহের সমন্বয়কারী দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে সফরের দিনক্ষণ ও কর্মসূচি নির্ধারণ করবেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেশব্যাপী এই সাংগঠনিক সফরকে সফল করার লক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, শ্রী রমেশ চন্দ্র সেন, জাহাঙ্গীর কবির নানক, বি. এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীতে কাজ করবেন। আমির হোসেন আমু, বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, মোজাম্মেল হক, টিপু মুন্সী, এইচ এন আশিকুর রহমান, ড. শাম্মী আহমেদ যাবেন রংপুর, রংপুর মহানগর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধায়। মোহাম্মদ নাসিম, জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এএইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রাজশাহী মহানগর, পাবনা, সিরাজগঞ্জ এলাকায় কাজ করবেন। লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ডা. রোকেয়া সুলতানা, মো. মমতাজ উদ্দিন কাজ করবেন জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নাটোর এলাকায়।

ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, গাজীপুর, গাজীপুর মহানগর, মানিকগঞ্জ এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে ওবায়দুল কাদের, অ্যাড. সাহারা খাতুন, অ্যাড. আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন পল্টু, মুকুল বোস, ডা. দীপু মণি, ড. আবদুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, নুরুল মজিদ হুমায়ুন, আখতারুজ্জামান, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফজিলাতুন নেসা ইন্দিরা, অ্যাড. মৃণাল কান্তি দাস, অ্যাড. কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি, অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।

পীষুষ কান্তি ভট্টাচার্য্য, আব্দুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বেগম মন্নুজান সুফিয়ান, এস এম কামাল হোসেন, অ্যাড. আমিরুল আলম মিলন যাচ্ছেন বাগেরহাট, খুলনা, খুলনা মহানগর, সাতক্ষীরা, যশোর, নড়াইল এলাকায়। কাজী জাফর উল্লাহ, মাহবুব-উল-আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দেলোয়ার হোসেন, এস. এম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এলাকায় কাজ করবেন। আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবুল হাসানাত আব্দুল্লাহ, আব্দুর রহমান, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, অ্যাড. আফজাল হোসেন, ড. শাম্মী আহমেদ, অ্যাড. শ. ম রেজাউল করিম দায়িত্ব পালন করবেন বরিশাল, বরিশাল মহানগর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এলাকায়। সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ডা. দীপু মনি, আব্দুর রহমান, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, ড. আবদুস সোবহান গোলাপ, অ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বি. এম মোজাম্মেল হক, এ কে এম এনামুল হক শামীম, হাবিবুর রহমান সিরাজ, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু কাজ করবেন গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এলাকায়।

টাংগাইল, শেরপুর, জামালপুরে কাজ করবেন ড. মো. আব্দুর রাজ্জাক, ডা. দীপু মণি, মো. মিজবাহউদ্দিন সিরাজ, অ্যাড. ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মির্জা আজম, শামসুন নাহার চাঁপা, মারুফা আক্তার পপি। নেত্রকোনা, ময়মনসিংহ, ময়মনসিংহ মহানগর, কিশোরগঞ্জ এলাকায় সৈয়দ আশরাফুল ইসলাম, ড. মো. আব্দুর রাজ্জাক, ডা. দীপু মণি, আহমদ হোসেন, মো. মিজবাহউদ্দিন সিরাজ অ্যাড. ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, অসীম কুমার উকিল, মো. আব্দুছ ছাত্তার, উপাধ্যক্ষ রেমন্ড আরেং কাজ করবেন।

সিলেট, সিলেট মহানগর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এলাকায় কাজ করবেন আবুল মাল আবদুল মুহিত, তোফায়েল আহমেদ, নুরুল ইসলাম নাহিদ, মাহবুব-উল-আলম হানিফ, আহমদ হোসেন, অ্যাড. মো. মেজবাউদ্দিন সিরাজ, বদর উদ্দিন আহমেদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, মো. গোলাম কবীর রাব্বানী চিনু।

কুমিল্লা, কুমিল্লা মহানগর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া থাকছেন শেখ ফজলুল করিম সেলিম, অ্যাড. আব্দুল মতিন খসরু, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, একেএম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, র. আ. ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, অ্যাড. নজিবুল্লাহ হিরু। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে কাজ করবেন আব্দুল মতিন খসরু, মাহবুবউল-আলম হানিফ, একেএম এনামুল হক শামীম, ফরিদুন্নাহার লাইলী, হারুনুর রশীদ। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার এলাকায় কাজ করবেন ইঞ্জি. মোশাররফ হোসেন, আবুল হাসানাত আব্দুল্লাহ, ড. হাছান মাহমুদ, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম মহানগর), দীপংকর তালুকদার, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলাম।

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031