ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


নির্বাচন দর কষাকষির বিষয় নয় :তথ্যমন্ত্রী

redtimes.com,bd
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০৫:৪৮ অপরাহ্ণ
নির্বাচন দর কষাকষির বিষয় নয় :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কারও সাজাকে শর্ত করে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দর কষাকষি হতে পারে না।

রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জাসদ সভাপতি বলেন,

নির্বাচনের দরজা অপরাধী ছাড়া সকলের জন্য খোলা আছে। ইনক্লুসিভ নির্বাচনে অপরাধীর অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

নির্বাচন দর কষাকষির বিষয় নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে এখন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যাবে না বলে রোববার দলটির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী জানিয়েছেন।

তিনি বলেন, “আমি বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির অবিচ্ছেদ্য অংশ। তিনি দলের নেতা-কর্মীদের একমাত্র প্রেরণা। ‘উইদাউট খালেদা জিয়া, নো ইলেকশন’- এটাই এখন জনগণের উচ্চারণ।”

তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর সংসদে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ইনু।

তিনি বলেন, “খালেদা জিয়ার সাজার পর জামাতকে নিয়ে বিএনপি আবার মাঠে এসেছে। বিএনপির এজেন্ডা হচ্ছে, নির্বাচনকে বানচাল করে অস্বাভাবিক সরকার আনা। এজন্য সহায়ক সরকার প্রস্তাব মাঠে রাখা হয়েছে।

“তাদের সহায়ক সরকারের কোনো রূপরেখা নেই। সংবিধানে এই বিধান নেই। এই সহায়ক সরকারের প্রস্তাব নির্বাচন বানচালের একটি উছিলা মাত্র। এর সঙ্গে যুক্ত হয়েছে খালেদা জিয়ার ৫ বছরের সাজা। এই সাজাকে উছিলা করে নির্বাচন বানচালের পাঁয়তারা শুরু হয়েছে।”

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারী বিএনপি এই বছরের শেষদিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচন সামনে রেখেও নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে।

তবে তাদের দাবি মানতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে।
এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই দণ্ডিত হয়ে কারাবন্দি হয়েছেন বিএনপি প্রধান খালেদা জিয়া।

হাসানুল হক ইনু বলেন, অশান্তির শক্তিগুলোকে সাথে নিয়ে বিএনপি ও খালেদা জিয়া রাজনীতির মাঠে রয়েছে। মানুষ মনে করে, যতই ভোল পাল্টাক, নির্বাচনের জন্য মায়াকান্না করুন না কেন তিনি কিন্তু বদলাননি, শোধরাননি।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930